রবিবার, সেপ্টেম্বর ১৫

প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করলেন রচনা

রচনা ব্যানার্জির সঙ্গে একাধিক সেলিব্রেটির সম্পর্ক রয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া রচনার অন্দরমহলের কাহিনি জানতে কেই বা না চায়। যদিও রচনা খোলা মনেই সমস্তটা শেয়ার করে থাকেন।

মজা করে একবার রচনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, কেন প্রসেনজিৎ ভাবলেন না রচনার সঙ্গেও প্রেম করা যায়?

শাশ্বত চ্যাটার্জীর সঞ্চালনায় এক সাক্ষাৎকারে প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করেছিলেন এ অভিনেত্রী। পর্দায় যিনি দাপুটে হিরো, ব্যক্তিজীবনে তিনি বেজায় ভীতু বলে প্রসেনজিতের বিষয়ে মন্তব্য করেছিলেন।

সাক্ষাৎকারে রচনা বলেন, ‘প্রসেনজিতের সঙ্গে তার কনসার্ট করতে সব থেকে বেশি ভয় লাগত। হাতে অনেকটা সময় নিয়ে বের হতেন। আর তার গাড়িতে উঠলে তো রক্ষা নেই। গাড়ি মোটেও ৪০-এর ওপরে উঠবে না। বেশি জোরে গাড়ি চালাতে পছন্দ করেন না। এমনকি তাকে দেখতে যখন বিপুল সংখ্যক দর্শকদের সমাগম ঘটে, তখন তিনি রীতিমতো সেখান থেকে লুকিয়ে থাকেন।’

কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘যারা আমরা এই পেশায় (অভিনয়) কাজ করি, বিশেষ করে মেয়েরা, তাদের এমন কাউকে বিয়ে করা উচিত, যারা এই পেশাটাকে বুঝবে। যদি এই পেশার মানুষ হন খুবই ভাল নয়তো সেই বোধটা থাকা প্রয়োজন।’ 

‘তেমন মানুষের সঙ্গেই সংসারটা করা উচিত। কারণ আমাদের পেশাটা অন্যদের থেকে এতটা আলাদা যে সেটা বোঝা জানা সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয়। নয়তো সুখী ঘর হওয়া খুব মুশকিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *