পেট্রা প্রোডাক্টস কোম্পানি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জের বেলকুচিস্থ ইউনিক স্কলার স্কুলের শিক্ষার্থীরা। কোম্পানির কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) ইউনিক স্কলার স্কুলের নিজস্ব ক্যাম্পাসে স্কুলটির প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য পেট্রা প্রোডাক্টস কোম্পানির কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ মহসিন রেজা। সেইসাথে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জীবনের অনেক ক্ষেত্রেই আমাদেরকে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। যে কোনো প্রতিযোগিতা একজন মানুষকে দক্ষ ও উদ্যমী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে বিজয়ী হওয়া জরুরি নয়, অংশগ্রহণ জরুরি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।