শনিবার, ডিসেম্বর ৭

পাকিস্তানে বিরোধী দলীয় নেতা হলেন ইমরানঘনিষ্ঠ ওমর আইয়ুব

পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন বিরোধী দলনেতা হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ওমর আইয়ুব। ইমরানের আস্থাভাজন হিসেবে পরিচিত ওমর আইয়ুব বর্তমানে পিটিআইর সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) অধিবেশনপর্বে ইমরানের দলের সমর্থনে জয়ী বিরোধী সদস্যেরা ওমর আইয়ুবের নাম প্রস্তাব করেন। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক তাতে সায় দিয়ে বিরোধী দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেন।

গত ৮ ফেব্রুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনের ফল প্রকাশ হয়। তাতে দেখা যায়, নওয়াজ শরিফ-শাহবাজ শরিফের পিএমএল-এন জিতেছে ৭৫টি আসনে। আসিফ আলি জ়ারদারি-বিলাবল ভুট্টো জ়ারদারির পিপিপি পেয়েছে ৫৪টি আসন। অন্য দিকে, পাক নির্বাচন কমিশন স্বীকৃতি বাতিল করায় দলগতভাবে ভোটে লড়তে না পারলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গড়া দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছিলেন মোট ৯৩টি আসনে।

এই ফলের জেরে কোনো দলই এককভাবে সরকার গড়ার মতো অবস্থায় ছিল না। কিন্তু ২০ ফেব্রুয়ারি রাতে পরিষ্কার হয়ে যায়, পিপিপি এবং পিএমএল-এন জোট বেঁধে সরকার গড়তে চলেছে। এর পাশাপাশি মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) ১৭টি আসন নিয়ে জোটকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। ফলে ১৪৬ জন জয়ী সদস্যের সমর্থন নিয়ে পাকিস্তানের মসনদে বসেন পিএমএল-এন প্রধান নওয়াজের ভাই শাহবাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *