আজ ২৬ রজব, পবিত্র শবে মিরাজ। এদিন রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে বা নিজগৃহে সালাত আদায়, কুরআন তিলাওয়াত, জিকির-আসকারসহ ইবাদত-বন্দেগীতে মশগুল থাকবেন।
ইসলামে শবে মিরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। চন্দ্রবর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মিরাজের অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। এটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনের শ্রেষ্ঠ মুজিজা। এ রাতে তিনি উর্ধ্বাকাশে গমন করেন ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন।
মুসলিম দুনিয়া অলৌকিক ও ঐতিহাসিক এ ঘটনার স্মরণ করে প্রতিবছর ২৬ রজবের রাতটিকে শবে মিরাজ হিসেবে পালন করে থাকে।