সোমবার, অক্টোবর ১৪

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে ‘দাওয়াত এ ইশক’ অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘দাওয়াত-এ-ইশক’ শীর্ষক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শিক্ষার্থীদের আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ, নাত ও রাসুল (সা.) এর সিরাতের ওপর আলোচনা করা হয়। পরিবেশন করা হয় বালাগাল উলা বি কামালিহি, হেরা হতে হেলে দুলে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সহ কালজয়ী নাতে রাসুল। অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের মাঝে বিতরণের জন্য তবাররকের আয়োজন করা হয়।

দাওয়াতে ইশক প্রোগ্রামের আয়োজক ইসলামিক স্টাডিজ বিভাগের শাকিল আসাদ বলেন, দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবীর এই প্রোগ্রামটি হচ্ছে। ইতোপূর্বে আপনারা জানেন স্বৈরাচারী সরকারের আমলে আমরা কোনও ইসলামিক প্রোগ্রাম কার্যক্রম করতে পারতাম না।

তিনি আরও বলেন, বটতলায় কোরআন তেলাওয়াতে যেমন বাধা দেওয়া হয়েছে তেমন এটাতেও বাধা দেওয়া হতো। কিন্তু সৌভাগ্যবশত আমরা স্বৈরাচারী সরকার পতনের পর এ প্রোগ্রামটি আয়োজন করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *