রবিবার, এপ্রিল ২০

নাগেশ্বরীতে শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার মাহফিল

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা), নাগেশ্বরীর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) বিকালে উপজেলা অডিটোরিয়ামে মাহফিলটি অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার সর্বস্তরের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন
সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোঃ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম (রেজা), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, সোনালী ব্যাংক লি:-এর নাগেশ্বরী শাখার ম্যানেজার মোঃ এরশাদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ শামসুদ্দিন, আহ্বায়ক, শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা), নাগেশ্বরী, কুড়িগ্রাম এবং প্রিন্সিপাল, নাগেশ্বরী কামিল (এম এ) মাদ্রাসা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক মো: আখেরুজ্জামান, প্রিন্সিপাল, রায়গঞ্জ ডিগ্রি কলেজ; মাওলানা মো: জাহিদুর রহমান, প্রিন্সিপাল, ভিতরবন্দ ফাজিল মাদ্রাসা; মো: জাহিদুল ইসলাম খান (জাহিদ), আহ্বায়ক, সহকারী শিক্ষক সমিতি, নাগেশ্বরী; এবং ওমর ফারুক, সদস্য সচিব, সহকারী শিক্ষক সমিতি, নাগেশ্বরী।

এছাড়াও উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রিন্সিপাল, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ গোলাম রসুল রাজা, সদস্য সচিব, শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা), নাগেশ্বরী, কুড়িগ্রাম।

অনুষ্ঠানে সকল শিক্ষক-কর্মচারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। শেষে সমগ্র জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *