মঙ্গলবার, নভেম্বর ৫

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে: ইসি আনিসুর

আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) জনাব মো. আনিসুর রহমান।

বুধবার (৯ আগস্ট) রাজধানীস্থ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি আনিসুর বলেন, ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে অ্যাপটি নভেম্বরে চালুর পরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দুর্গম এলাকা ছাড়া নির্বাচনের দিন সকালেই ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে বলেও জানান এই ইসি।

ইসি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়া-সহ মাঠপর্যায়ে প্রার্থীদের শক্তি প্রদর্শন করতে না পারে সে জন্য সংসদ নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়াও নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে এই অ্যাপসের মাধ্যমে। নির্বাচন ব্যবস্থা ডিজিটাল করতেই অ্যাপটি চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *