শুক্রবার, ডিসেম্বর ১৩

দিনাজপুরে আন-নুজুম ইসলামিক একাডেমির উদ্বোধন

দিনাজপুর শহরে আন-নুজুম ইসলামিক একাডেমি নামে একটি যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষা সমন্বয়ের জন্য প্রতিষ্ঠিত অনন্য এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজী অনুষদের সাবেক ডিন ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক, প্রতিথযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে অবস্থিত আন-নুজুম ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক, ইসলামি চিন্তাবিদ ও সুবক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. সোয়াইবুর রহমান, কারেন্টহাট কলেজের সহকারী অধ্যাপক ড. হাফেজ মোহাম্মদ লোকমান হাকিম ও দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ড. ইকবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম সিদ্দিকী আল কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এতে তিনি শিশুশিক্ষা, মাতৃশিক্ষা বিষয়ে কুরআনী দর্শন উপস্থাপন করেন।

একাডেমির ভাইস প্রিন্সিপাল হাবিবুর রহমান সঞ্চালিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে, প্রশিক্ষিতশিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত শ্রোতাদের বিমোহিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *