সোমবার, অক্টোবর ১৪

তৌফিক-ই-ইলাহী গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক। তিনি বলেন, রাত পৌনে দশটায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে। বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন তিনি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানা গেছে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *