শনিবার, ডিসেম্বর ৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩ দফায় ৭টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাতটা থেকে রাত আটটার মধ্যে চানখারপুল, কার্জন হল ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে এসব বিস্ফোরণ ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, আজ রাত আটটা পাঁচ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের সামনের রাস্তায় কে বা কারা পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে চলে যায়। এর মধ্যে ৩টি বিস্ফোরিত হয় এবং ১টি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফোর্স নিয়ে হাজির হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *