জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার জয়লাভের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
.
এরপর বনানী কবরস্থানে পঁচাত্তরের পনেরো আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৮ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পাশাপাশি দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এদিন তিনি গণভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এর আগে রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করে।