রবিবার, সেপ্টেম্বর ১৫

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ১জন ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৪

ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোটে নিরাপত্তা বাহিনীর দুইটি গাড়িতে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলার শিকার হওয়া গাড়ি দুইটির একটি ভারতীয় বিমান বাহিনীর ছিল।

হামলার পাঁচ সেনা গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। আহত সেনাদের হেলিকপ্টারে করে উধামপুরে বিমান বাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন সেনাসদস্য মারা যান বলে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে জানায় ভারতীয় বিমান বাহিনী।

এ হামলার পর ওই এলাকায় সন্ত্রাস দমন অভিযান চলছে। এজন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

এমন একটি সময়ে সেনাসদস্যদের উপর সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটলো যখন ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

সাত দফায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে পুঞ্চ জেলায় এ হামলা হয়েছে সেটি লোকসভার অনন্তনাগ-রাজৌরি আসনের অংশ। আগামী ২৫ মে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *