রবিবার, সেপ্টেম্বর ১৫

ছিন্ন পাতা_কবিতা

ছিন্ন পাতা

আদরের অভীপ্সা মোহিত ছোট্ট প্রাণ
কারো জুটেছে অপার স্নেহে লালন
কারো অনাদরের ক্লিষ্টতা অম্লাণ।

যে চোখের পাতায় নতুন ভোরের আলো ফুটেছে
অপার স্নেহের ঠিকানা খুঁজেছে
সে প্রাণ যেন ছিন্ন পাতার মতো
অযত্নে অবহেলিত!

বেড়ে ওঠা সেই ছোট্ট শিশুটি
ভোর না হতেই ছুটেছে খাবারের খোঁজে
বস্তা কাঁধে কাগজ কুরোয়
আবার ক্ষিদে পেটে চোখও বোজে!

বাবুদের জুতো চমকায় পালিশ করে
লজেন্স খাওয়ার বয়সে সেই শিশুটি
নিজেই লজেন্স বিক্রি করে।

যেই শিশুটি বড় বড় রেস্তোঁরাতে
রাত দিন সকাল সাঁঝে
প্লেট বাটি এটো বাসন মাজে!
বই হাতে স্কুলে যায়নি কখনো
ওসব নাকি স্বপ্নে সাজে!

যেই শিশুটি রোজ ফুটপাতে ঘুমায়
দু বেলা পেট ভরে খাবার আশায়
প্রতিনিয়ত সংগ্রাম করে,
অবহেলায় আর অবজ্ঞাতেই
ওদের জীবন গেছে ভরে!

জাগ্রতকারী মানবচিত্ত্বের মানবতা
তখন তোমরা কেন বসে থাকো চুপটি করে?
ছিন্ন পাতার ঝড়ে পড়া দেখো না
সহায়তা সহানুভূতির হাত দাও বাড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *