শনিবার, ডিসেম্বর ৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ৮ ডিসেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এদিন সমাবর্তন আয়োজনের অনুমতি দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) বিশ্ববিদ্যালয়-২ অধিশাখার একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

যুগ্মসচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী ৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনে অনুমতি ও সমাবর্তনে সভাপতিত্ব করার সম্মতি দিয়েছেন।

এ অবস্থায় প্রযোজ্য ক্ষেত্রসমূহে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *