মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭

গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের গাজা শহরের ইসলামিক ইউনিভার্সিটিতে গত বুধবার (১১ অক্টোবর) ইসরায়েলি যুদ্ধবিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

বুধবার হামাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তার বরাতে এতথ্য জানিয়েছে আনাদুলু নিউজ এজেন্সি।

ইউনিভার্সিটির ব্যবস্থাপনা কর্মকর্তা আহমেদ ওরাবি বলেছেন, এ হামলার ফলে ইসলামিক ইউনিভার্সিটির কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অভিযান চালায় হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটির হামলার জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *