ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে তিন পর্যায়ের একটি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েল সরকারের কট্টরপন্থী সদস্যরা হুমকি দিয়ে বলেছেন, পছন্দসই চুক্তি না হলে তাঁরা জোট ভেঙে দেবেন।
হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া গতকাল মঙ্গলবার নিশ্চিত করেন, যুদ্ধ বন্ধসহ ইসরায়েল-ফিলিস্তিনি বন্দী-জিম্মি বিনিময়ের লক্ষ্যে গত সপ্তাহান্তে প্যারিসের বৈঠক থেকে আসা প্রস্তাবটি তিনি পর্যালোচনা করছেন।
ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেন, তাঁরা যেকোনো আন্তরিক ও বাস্তব উদ্যোগ বা ধারণা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে শর্ত হলো, তা যাতে আগ্রাসনের সর্বাঙ্গীণ সমাপ্তি ঘটাতে পারে।
হামাস আরও বলেছে, পরিকল্পনায় অবশ্যই গাজা থেকে দখলদার বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে।
ইসমাইল হানিয়া বলেন, চুক্তির ব্যাপারে একটি সমন্বিত দৃষ্টিতে পৌঁছানোর লক্ষ্যে মিসরের কায়রোয় অনুষ্ঠেয় আলোচনায় আমন্ত্রণ পেয়েছে হামাস।