রবিবার, সেপ্টেম্বর ১৫

গাজায় ইসরায়েলি হামলা জোরদার, ২৪ ঘণ্টায় নিহত ২৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত ২৪ ঘণ্টায় ২৫০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে শতাধিক মানুষ মারা গেছেন। খবর: আল জাজিরার।

গাজার সরকারি মিডিয়া অফিস সূত্রে জানা গেছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় ৭টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে শতাধিক মানুষ নিহত, আহত হয়েছেন অনেক।

বড়দিনের আগের রাতে গাজায় ইসরায়েলি বাহিনী যে তীব্র বোমা হামলা চালিয়েছে, তাতে বহু ভবন মাটিতে মিশে গেছে। এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদকর্মী মাগাজি থেকে জানান, একটি তিনতলা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এতে একই পরিবারের ১জন শিশুসহ ৫জন সদস্য এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন।

ইসরায়েলি বাহিনীর হামলায় খান ইউনিস, বুরেইজ এবং নুসেইরাত এলাকায়ও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। গত দিনে ইসরায়েলি হামলায় প্রায় পাঁচশত মানুষ আহত হয়েছেন।

দক্ষিণ গাজার রাফাহ থেকে আল জাজিরার সংবাদদাতা বলেছেন, মাগাজির হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৬ হয়েছে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে অর্ধেক বেসামরিক নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *