সিরাজগঞ্জের এনায়েতপুরস্থ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে “সিরিজ স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নতির লক্ষ্যে গত ১৭ অক্টোবর’২৩ সকাল সাড়ে এগার টায় বিশ্ববিদ্যালয়ের একটি হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়টির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. নাজমুল আহসান মল্লিক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ মিজানুর রহমান।
বিভাগীয় প্রভাষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়ঢ়