রবিবার, সেপ্টেম্বর ১৫

কে আমি?

বর্তমান বিশ্বে এখন প্রযুক্তি বিপ্লব চলছে। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষ সাধন এতটাই হয়েছে যে, মানুষ মুহূর্তেই সৃষ্টিজগতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সব কিছুর খবরাখবর নিতে পারে। ইচ্ছে হল, সৌরজগত সম্পর্কে কিছু জানতে; ইন্টারনেটে প্রবেশ করলেই আপনি যা জানতে চাচ্ছেন তা পেয়ে যাবেন। কথা বলতে বা যোগাযোগ করতে চাইলে পৃথিবীর অপর প্রান্তে থাকা আপনার কাঙ্খিত ব্যক্তির সাথে মুহূর্তেই যোগাযোগ করতে পারেন। কথা বলার সাথে সাথে তাকে দেখতেও পারেন। আবার আপনার একগাদা প্রয়োজনীয় তথ্যাদি মেমোরি কার্ডের মাধ্যমে মুঠোবন্ধিও করতে পারেন। এক কথায়, প্রযুক্তি মানুষের জীবন-যাপনকে অনেক সুন্দর ও সহজ করতে সহায়তা করছে।

এখন কথা হলো, আমরা কি কখনো চিন্তা করি যে, এসব কিছুর মূলে কে রয়েছেন? কে সব কিছু সৃষ্টি করেছেন? আমরা কি কখনো তাঁর সাথে নিবিড়ভাবে যোগাযোগ করতে চেষ্টা করি? আসলে সৃষ্টির সাথে সৃষ্টির যোগাযোগ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে কিন্তু স্রষ্টার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের এই জায়গাটিতে গভীরভাবে ভাবতে হবে। শুধু সৃষ্টির সাথে নয় বরং স্রষ্টার সাথে সংযোগ দিতে হবে এবং যোগাযোগ বাড়াতে হবে। তা না হলে, দিন শেষে এ প্রযুক্তি বিপ্লবের কোন স্বার্থকতাই খুঁজে পাওয়া যাবে না। তাই আসুন, আগে আমরা নিজেকে চিনি এবং নিজের অস্তিত্বের কথা চিন্তা করি। কে আমি? কি আমার পরিচয়? আর আমাদের রবের কথা ভাবি এবং তাঁকে খুঁজে ফিরি, তবেই কল্যাণ ও যথার্থতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *