শনিবার, ডিসেম্বর ১৪

কুষ্টিয়া দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়-সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে ২০২২-২৩-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দোয়া ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) বিকাল তিনটায় কুষ্টিয়াস্থ আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের মহাপরিচালক ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার সভাপতি মো. কাইয়ুম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মাসুদ আল মাহাদী, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান এবং প্রফেসর ড. রফিকুল ইসলাম, আফসার উদ্দিন গার্লস মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল করিম, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম, ইবি শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম সায়েম ও মাহমুদুল্লাহ। এছাড়াও বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাতূল্লাহ শেখ-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *