শনিবার, সেপ্টেম্বর ১৪

কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর বাংলাদেশ সফর

বাংলাদেশ সফর করেছেন ফুটবলের কিংবদন্তি ও ২০০২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবলার রোনালদিনহো।

তিনবারের ব্যালন ডি’অর জয়ী এ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার বুধবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ব্রাজিলিয়ান আইকন সরাসরি হোটেল র‍্যাডিসনে যান। এ কিংবদন্তি তারকাকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছিল হোটেল র‍্যাডিসন।

হোটেলে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোনালদিনহো।

রাজধানী ঢাকায় সংক্ষিপ্ত সফরে এ ব্রাজিলিয়ান সুপার স্টারের সাথে হোটেল র‍্যাডিসনে সাক্ষাৎ করেন বাংলাদেশের পুরুষ ও নারী ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং সাবিনা খাতুন।

এরপর তিনি বুধবার রাত ১১টায় ঢাকা ত্যাগের আগে একই হোটেলে নির্বাচিত অতিথিদের শুভেচ্ছা অনুষ্ঠানে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *