ঢাকায় গতকাল টানা তিনদিন পর সূর্যের দেখা মিললেও আজ মেলেনি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই ঘন কুয়াশা আর আকাশ মেঘলা থাকার কারণে অন্ধকারে ঢেকে রয়েছে রাজধানী।
তীব্র শীত ও শীতল বাতাশে হিম হয়ে যাচ্ছে হাত-পা। এতে দিনমজুরদের পাশাপাশি অফিসের আবদ্ধ ঘরেও কাজ করতে অনেক কষ্ট হচ্ছে কর্মজীবীদের।
রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এতে শীতের অনুভূতি বেশি হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্র বলছে, গতকাল রোদ ওঠার কারণে তাপমাত্রা এমনটা কমেছে। গতকাল কুয়াশা ভেদ করে সূর্যের আলোর মুখ দেখা গিয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। আজও দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে আলোর মুখ দেখা যেতে পারে।
তবে আবহাওয়ার পূর্বাভাসে আগামীকাল খুলনা অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা বলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকাসহ পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।