কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ মুশফিকুর রহমান ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন। কক্সবাজারের কৃতি সন্তান হাফেজ মুশফিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করে তার বাবা-মা, শিক্ষক, মাদরাসা-সহ গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন।
কাতারের এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় শুধুমাত্র ৯-১৩ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করতে পারে। সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ এই প্রতিযোগিতায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান।
এ বছরের ২৯ জানুয়ারি (সোমবার) প্রতিযোগিতার ফাইনাল পর্বটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে ৫০,০০০ কাতারি রিয়াল পেয়েছে মুশফিক।
বিশ্বজয়ী মুশফিকুর রাজধানীর যাত্রাবাড়ীর শায়েখ ক্বারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।
এর আগে গতবছর মুশফিকুর রহমান সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করেছিল। পুরস্কার হিসেবে সে পেয়েছিল এক লক্ষ বিশ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা পদক।