শনিবার, সেপ্টেম্বর ১৪

করোনার প্রথম আঘাতে মৃত্যুবরণকারী মুজিব-রাবেয়া দম্পতির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

করোনার প্রথম ঢেউয়ের আঘাতে ৯ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজলের বাবা মোঃ মজিবুর রহমান ও মা রাবেয়া বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে ২০২৪। ২০২০ সালের এই দিনে চাঁদপুর শহরের নিজ বাসায় (গোল্ডেন প্লাজা) বৈশ্বিক মহামারী করোনার প্রথম আঘাতে আক্রান্ত হয়ে মাত্র ৯ ঘন্টার ব্যবধানে প্রথমে মা রাবেয়া বেগম (৭৩) এবং এরপর বাবা মজিবুর রহমান পাটোয়ারি (৮৭) মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষ্যে তাদের রুহের মাগফেরাত কামনায় পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *