রবিবার, সেপ্টেম্বর ১৫

এবার শহর ছেড়ে পলালেন শ্রীলেখা

কলকাতা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক মাধ্যম দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান এই অভিনেত্রী।

এর আগে জানিয়েছিলেন ফেসবুক আনইন্সটল করে দেবেন শ্রীলেখা মিত্র। কারণ হিসেবে জানিয়েছিলেন, সম্প্রতি মানসিক চাপ আর নিতে পারছেন না এ টলিউড অভিনেত্রী।

এবার ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় কলকাতা শহর ছেড়ে পালানোর কথা জানালেন শ্রীলেখা। ওই ভিডিওতে দেখা গেছে লাগেজ গোছাচ্ছেন শ্রীলেখা। এ সময় তিনি বলেন, ‘আগামীকাল জন্মদিন আর আজকে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাচ্ছি কিনা জানি না। এই শহর থেকে কয়েকদিন একটু দূরে গিয়ে নিশ্বাস নিতে যাচ্ছি। সোলো ট্রিপ। একা।’

আরও বলেন, ‘হাতের এই কালো কাপড়টা থাকবে, যতদিন না পর্যন্ত তিলোত্তমা সুবিচার পায়। আমার সঙ্গী থাকবে বই, আর কিছু স্মৃতি। মা বাবাকে সারাক্ষণ মিস করি। চারিদিকের এই অরাজকতা দেখে একটু ক্লান্ত হয়ে পড়েছি। আর্টিস্ট মানুষ আমি। একটা নেওয়ার ক্ষমতা আছে। আর পারছি না। মিডিয়া অ্যাটেনশন চাই না। ফোন চাই না। একটু নিশ্বাস নিতে চাই বুক ভোরে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *