বুধবার, জানুয়ারি ২২

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুমআ উত্তরাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন মসজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। নিয়মিত আমল পাঠ করেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ।

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের সভা অনুষ্ঠিত
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের সভায় উপস্থিতির একাংশ।

ঢাকা উত্তরের আমীর মাওলানা মুহিব্বুবুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দরসুল কুরআন পেশ করেন নায়েবে আমীর মাওলানা ওয়ালীউল্লাহ ফরাজী। সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে আগামী ২৫ ডিসেম্বর ২০২৪, জাতীয় কাউন্সিল সম্মেলন সফল করার লক্ষ্যে দায়িত্বশীলদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ও সফল করার উদাত্ত আহ্বান জানান। সভায় সম্মেলনের পোস্টার, কুপন, হ্যান্ডবিল দায়িত্বশীলদের মাঝে বন্টন করা হয়।

সভাটি পরিচালনা করেন ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন। সভায় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদেরের স্ত্রী ও উত্তরের
কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ সরকারের পিতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানানো হয় এবং মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *