শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ডিন’স কমিটির মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। আজ রবিবার (১ সেপ্টেম্বর) ডিন’স কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যলয়ের জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এবিএম জাকির হোসেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় এছাড়াও আরও অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিন’স মিটিংয়ে ডিন মহোদয়দের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তসমূহঃ
১. আগামী মঙ্গলবার (০৩/০৯/২০২৪) থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।
২. আগামী সপ্তাহ থেকে অফলাইনে ক্লাস শুরু হবে।
৩. চতুর্থ বর্ষ ও মাস্টার্সের final pending রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করা হবে। এ ব্যাপারে কালকে থেকেই কার্যক্রম শুরু হবে।
৪. সিনিয়র শিক্ষক হিসেবে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী স্যার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।