ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক ও থিওলজী অনুষদের সাবেক ডিন, প্রতিথযশা শিক্ষাবিদ প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীর সন্মানিত পিতা আলহাজ্ব মোরশাদুজ্জামান সরদার ইন্তেকাল করেছেন আজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৪ জানুয়ারি) আনুমানিক বিকালে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
মোরশাদুজ্জামান সরদার মানুষ হিসেবে ছিলেন দীপ্ত ঈমানী চেতনার অধিকারী। মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকায় তিনি একজন স্কুল শিক্ষিত হয়েও তার সবগুলো ছেলে (৬ জন)কে মাদ্রাসায় পড়িয়েছেন। গত ৪০ বছরেও তার এতেকাফ এবং তাহাজ্জুদ কাজা হতে না দেখা বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার সন্তানেরা।
আল কুরআন বিভাগের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা-সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।