সোমবার, ফেব্রুয়ারি ১৭

ইবিতে ‘ফিকহুস সুনান ওয়াল আছার গ্রন্থের বৈশিষ্ট্য ও রচনা পদ্ধতি’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ফিকহুস সুনান ওয়াল আছার গ্রন্থের বৈশিষ্ট্য ও রচনা পদ্ধতি’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির পিএইচডি গবেষক ও মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল জনাব মো. ওবায়দুল্লাহ প্রবন্ধটি উপস্থাপন করেন। গত ১৪ সেপ্টেম্বর’২৩ (শনিবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজী অনুষদের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

আল হদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এইচ এ এন এম এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উক্ত পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক ও বিভাগীয় প্রফেসর ড. আ হ ম নুরুল ইসলাম এবং বিভাগীয় সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান।

সেমিনারে নির্ধারিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেন আল হাদীস বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. আ খ ম ওয়ালী উল্লাহ এবং প্রফেসর ড. মো. সেকান্দার আলী। এছাড়া উপস্থাপিত প্রবন্ধটির ওপর আলোচনা করেন প্রফেসর ড. আ ফ ম আকবর হুসাইন, প্রফেসর ড. মো. জাকির হুসাইন, প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম ও প্রফেসর ড. মাহদী আল মাসউদ. উক্ত সেমিনারে মুল্যবান আলোচনা উপস্থাপন করেন। প্রফেসর ড মো সোলায়মান, প্রফেসর ড এস এম রেজওয়ান, প্রফেসর ড গোলাম মওলা, প্রফেসর ড মো মোস্তাফিজুর রহমানসহ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *