সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।
রবিবার, ১৩ রমজান (২৪ মার্চ) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় ইফতার মাহফিল।
রমজান এক উৎসবমুখর ইবাদতের মাস। এ মাসকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন, বিভাগ নানামুখী আয়োজন করে থাকে। অনুরূপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন উক্ত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর এর সকল বর্ষের শিক্ষার্থীরা।
ইফতারের পূর্বে শিক্ষার্থীগণ তাদের আলোচনায় তুলে ধরেন রমজানের মাহাত্ম্য ও ফজিলত। এবং মহান সৃষ্টিকর্তার কাছে মাগফিরাত, নাজাত চেয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেন।