“ইবলিশের দোসর”
|| মাওলানা মো. আনোয়ার হোসাইন ||
মুখের দাগে বিচলিত তুমি
দেখ আয়না বারে বার,
আত্মার কোন খবর রাখ কি
সে যে কুৎসিত কদাকার।
ইহ জীবনেই বিভোর তুমি
নেই মরণের খবর,
তুমি যে ভাই নামে মুসলিম
কাজে ইবলিশের দোসর।
মিনারে মিনারে তাকবীর ধ্বনি
যার শোনা যায় আজো,
হৃদয় রাজ্যে কাপন ধরানো
নাই যে ধ্বনির খোঁজোও।
লেখক: সিনিয়র প্রভাষক, মান্নান হাই স্কুল এন্ড কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।