শনিবার, সেপ্টেম্বর ১৪

ইউসিআর ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিল মানারাত ইউনিভার্সিটি

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত ইউসিআর হাফ ম্যারাথন ২০২৪ দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শুক্রবার ভোরে (৯ ফেব্রুয়ারি’২৪) রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডির) পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও আশুলিয়া ক্যাম্পাসের স্পোর্টস ক্লাবের মডারেটর সাঈদ ইসলাম, ছাত্র বিষয়ক বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল মতিন প্রমুখ। আল্ট্রা ক্যাম্প রানারস (ইউসিআর) এ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করে।

দেশের স্বাস্থ্য সচেতন মানুষদের মাঝে দিন দিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়ার আগ্রহ বাড়ছে জানিয়ে প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুছ ছবুর খান বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুণগত শিক্ষা দেয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে সব সময় সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নিতে উৎসাহ দিয়ে থাকে। এরই অংশ হিসেবে এই ম্যারাথান প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিয়েছে।

প্রতিযোাগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ আবদুছ ছবুর খানকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন ইউসিআর-এর কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *