সোমবার, অক্টোবর ১৪

ইউআইটিএসে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ শুরু হলো ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৪। জমকালো আয়োজনের মাধ্যমে পায়রা উড়িয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়া এবং সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্টটি সফল করার জন্য ক্যাপ্টেন, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে আহবান জানান উপাচার্য। এই টুর্নামেন্টে সকল বিভাগ থেকে মোট ষোলটি টিম অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল ইমতিয়াজ, আইটি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ সাকিব বিন আলম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *