রবিবার, সেপ্টেম্বর ১৫

ইউআইইউ ও পিএসসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে এ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইইউ’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া’র সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) ড. মল্লিক ফকরুল ইসলাম, বিপিএম, বিবিএম, ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ’র কোষাধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মোকাদ্দেম, ইউআইইউ’র রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকুর রহমান, পিএসসি’র ভাইস রেক্টর মোঃ রেজাউল হক, পিপিএম, পিএসসি’র এমডিএস (এডমিন এন্ড ফিন্যান্স) মোঃ মতিউর রহমান শেখ, পিএসসি’র এমডিএস (একাডেমিক) মোঃ গোলাম রসুল, পিএসসি’র এমডিএস (ট্রেনিং) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি’র পরিচালক (একাডেমিক) সুফিয়ান আহমেদ, পিএসসি’র স্টাফ অফিসার টু রেক্টর আবু সুফিয়ান।

ইউআইইউর মাননীয় উপাচার্য এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইউআইইউ এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতায় কাজ করবে। এছাড়াও যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং শিক্ষা সফর আয়োজন করবে। প্রয়োজন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রামের কাজ করবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *