শনিবার, ডিসেম্বর ৭

আল্লাহ তায়ালাই মূল বিচারক_কবিতা

[সাম্প্রতিক সময়ে ট্রেনে অগ্নিকান্ডে শহীদ যাত্রীদের বিদেহী আত্মার প্রতি গভীর শোক প্রকাশ ও মাগফেরাত কামনা এবং এই নাশকতার তীব্র নিন্দা প্রকাশ এবং সুবিচার প্রার্থনা করে কবিতাটি লিখেছেন বর্তমান সময়ের প্রতিবাদী কবি আমিন আল আসাদ]

আল্লাহ তায়ালাই মূল বিচারক

আল্লাহ তালাই মূল বিচারক
তিনিই সবই জানেন
তিনি আঘাত হানলে সেটা
চরম আঘাত হানেন

আল্লাহ তালার পক্ষ থেকে
চাই সুবিচার আজ
ধ্বংস ধূলিসাৎ হয়ে যাক
হত্যা দাঙ্গাবাজ

পারস্পরিক হিংসা বিরোধ
ক্রোধেরই অনলে
আমার স্বজন নিরীহ জন
মরবে কেনো জ্বলে?

জন্ম থেকেই জ্বলছি মোরা
শান্তি পাইনি কেউ
হায়না, শুয়র, দ্বাতাল কুকুর
করেছে ঘেউ ঘেউ

নেই আমাদের সেই ক্ষমতা
দোষ দেবো আর কাকে?
পরস্পরকে দোষায় যখন
আমরা দুর্বিপাকে!

আল্লাহ! তোমার কাছেই সকল
তথ্য মজুদ থাকে
নালিশ দিচ্ছি তোমার আরশ-
মৌমাছিরই চাকে
এর হোতা কে? হোক সে যেজন
ধ্বংস করো তাকে
শান্তি নামুক জনগণের
জীবন নদীর বাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *