সোমবার, অক্টোবর ১৪

আরশ-তানিয়াকে নিয়ে কি বললেন তাসনুভা তিশা!

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। অনেকদিনের গুঞ্জন, আরশ খান ও তানিয়া বৃষ্টি নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে এরইমধ্যে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তানিয়া বৃষ্টি।

এদিকে আরশের সঙ্গে জুটি বেঁধে নাটক করছেন তাসনুভা তিশা। তিনি কথা বলেছেন আরশ-তানিয়া বৃষ্টি জুটি নিয়ে। তানিয়া বৃষ্টির সঙ্গে আরশের জুটি ভেঙে যাক চান না তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তার কথায়, দর্শকের কারণেই জুটি তৈরি হয়েছে। তাদের ভালোলাগাকে নির্মাতারা প্রাধান্য দিয়েছেন বলেই এটা হয়েছে। নিলয়-হিমি, পলাশ-পারসা ইভানা, মুশফিক ফারহান-তানজিন তিশা, ইয়াশ-তটিনী, খায়রুল বাসার-সাদিয়া আয়মান জুটিগুলো গড়ে ওঠার কারণও একই। আমার আগে আরশ সবচেয়ে বেশি কাজ করেছেন তানিয়া বৃষ্টির সঙ্গে। এখনও আরশ-তানিয়া বৃষ্টি জুটি আগের মতোই জনপ্রিয়। এ জুটি ভেঙে যাক– আমিও তা চাই না। তারপর যে যার জায়গা থেকে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করে যাচ্ছি। তাই এটা বলা কঠিন, আগামীতে কার সঙ্গে কার জুটি গড়ে উঠবে কিংবা কোন জুটি ভেঙে যাবে।

মুক্তি পেয়েছে আরশ-তিশার নাটক ‘পাগলপুর’। এ জুটির উল্লেখযোগ্য কাজগুলো হলো আরও কিছুটা সময়’, ‘তবুও জীবন’, ‘তোমার জন্য মায়া হয়’, ‘অল্প স্বল্প প্রেম’, ‘তুমি ফুলের মতো’, ‘যদি ভালোবাসো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *