বুধবার, সেপ্টেম্বর ১১

আমেরিকার ‘ওয়ার্ল্ড ওয়াইড উইংস’ এর প্রথম বাংলাদেশী বৈমানিক সাকিব ও আবেদুর

আমেরিকার ক্যালিফোর্নিয়ার নামকরা ফ্লাইং ইনস্টিটিউট ‘ওয়ার্ল্ড ওয়াইড উইংস’ থেকে প্রথম বাংলাদেশী বৈমানিক হিসেবে স্বীকৃতি পেল সাকিব সবুর খান ও আবেদুর রহমান। গত বুধবার (১০ জানুয়ারি, ২০২৪) তারা এই ইনস্টিটিউট থেকে ফ্লাইং এ গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি পায়।

সাকিব ও আবেদুর দুজন ভালো বন্ধু। তারা দুজন আন্তর্জাতিক বৈমানিক হওয়ার স্বপ্ন নিয়ে গতবছর আমেরিকায় পাড়ি জমায়। ২০২৩ সালের ১০ ডিসেম্বর ফ্লাইং এর উপর উচ্চতর প্রশিক্ষণের জন্য ক্যালিফোর্নিয়ার নামকরা ফ্লাইং ইনস্টিটিউট ‘ওয়ার্ল্ড ওয়াইড উইংস’ এ যোগ দেয় এ দুই বন্ধু। আজ তারা এ ইনস্টিটিউটের গর্বিত গ্র্যাজুয়েট।

এর আগে তারা বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে সকল ধাপ সফলতার সাথে সম্পন্ন করে।

গতকাল রবিবার (১৪ জানুয়ারি) এ দুই কৃতি গ্র্যাজুয়েট দেশে ফিরেছে।

উল্লেখ্য, সাকিব সবুর খান, প্রতিথযশা শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সবুর খানের জ্যেষ্ঠ পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান এ শিক্ষাবিদ বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *