আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও এত দফা কমেছে। বুধবার (২৫ অক্টোবর) টানা চতুর্থদিনের মতো জ্বালানি তেলের দাম কমলো। ইউরোপে জ্বালানি তেলের চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে, ইসরায়েল ও হামাসের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।
বুধবার ব্রেন্টক্রডের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৭ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। একইসাথে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম কারণ হলো ইউরোপের মন্থর গতির অর্থনীতি। ব্যাপকভাবে চাহিদা কমেছে অঞ্চলটিতে। ইউরোজনে আগের বছরের তুলনায় এবছর তেলের ব্যবহার আরও কমেছে।
একটি জরিপে দেখা যায়, খারাপ পথে এগোচ্ছে ইউরোজোনের চতুর্থ প্রান্তিকের অর্থনীতি। এতে মন্দার কবলে পড়তে পারে সেখানের অর্থনীতি।
সূত্র: রয়টার্স