সোমবার, ফেব্রুয়ারি ১৭

আটরশির দুই ভাইয়ের দ্বন্দ্বের যে সমাধান দিলেন উচ্চ আদালত

ফরিদপুরের আটরশি দরবার শরীফের দুই পীরজাদার দ্বন্দ্ব শেষ পর্যায় গড়ায় উচ্চ আদালতে। দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি সুরাহা করে দিয়েছেন। জাকের পার্টির সম্মেলন এবং আটরশির ওরশ শান্তিপূর্ণভাবে ভিন্ন ভিন্ন দিনে করতে দুই ভাইকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

এ মামলাসংক্রান্ত আইনজীবীরা জানান, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ফরিদপুরের পীরজাদা মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বাধীন জাকের পার্টি ইসলামী সম্মেলন করতে পারবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার অন্য ভাই পীরজাদা মাহফুজুল হককে আলাদাভাবে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিলে আটরশির ওরশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাকের পার্টির সম্মেলন ও আটরশির ওরশ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে হাইকোর্ট জাকের পার্টির সম্মেলন স্থগিত করেন। পরে গত সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *