রবিবার, সেপ্টেম্বর ১৫

আইইউসানস এর নেতৃত্বে সাজ্জাত-জুবায়ের

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ এন এস (আইইউসানস)-এর ২০২৪-২৫ কার্যবর্ষে সভাপতি পদে সাজ্জাতুল্লাহ শেখ ও সাধারণ সম্পাদক পদে মোঃ জুবায়ের আহাম্মদ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার মোঃ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কে এম আতিকুর রহমান ও শহীদ কাউসার।

উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি, মোঃ নোমান ও সাংগঠনিক সম্পাদক, এস এম শামীম। এতে চার সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয় এবং পরবর্তী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য আইইউসানস হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঝালকাঠি এন এস কামিল মাদরাসার শিক্ষার্থীদের সংগঠন। মাদরাসাটি থেকে আলিম সমাপ্ত করে যারা ভর্তি হয়েছে ইবিতে। সংগঠনটি ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কল্যাণে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *