|| শারমিন শিরিন ||
আজ মুছে গেছে পৃথিবী থেকে
প্রিয়জন একজনের কথা বলা
সময় যে এবার গড়িয়ে গেলো
এল অন্তিমশয্যার বেলা।
যে জন ছিল পৃথিবীর বুকে
কথা কইত সুখে দুঃখে
এভাবে আজ চলে গেলো
পৃথিবীর মায়া ছেড়ে
ঐ অন্তিমশয্যা ডাকছে দেখো
হাত দু-খানি নেড়ে!
সবাইকে বরণ করতে হবে
অন্তিমশয্যার শয়ন
কি আর হবে বলো
সিক্ত করে এ দু নয়ন!
এক দিন তো ছুটতেই হবে
শেষ প্রহর পেরিয়ে যাবে।
সব কিছু হবে অন্ধকার
হবে অন্তিমশয্যা
পার হতে হবে আপন দ্বার।
সেই শেষ প্রহরে দেখা হবে
আপন জনের সাথে
তখন মন টেনে বলবে
হায়রে পৃথিবী তুমি মিছে!
লেখিকা: কবি শারমিন শিরিন রচনাকাল: ১৬-১২-২০০৫ খ্রি.