শনিবার, সেপ্টেম্বর ১৪

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২১শে পদক-২০২৪ লাভ করায় ইউআইটিএসের শুভেচ্ছা

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২১শে পদক-২০২৪ (ভাষা ও সাহিত্য) লাভ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউআইটিএস পরিবার। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ টায় ঢাবির উপ-উপাচার্য কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

ইউআইটিএস পরিবারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত ড. মুহাম্মদ সামাদকে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে ইউআইটিএসের সার্বিক অবস্থা অবহিত করা হয়। উপ-উপাচার্য মহোদয় ইউআইটিএসেএর শিক্ষার্থীরা যেন বাংলা ভাষার চর্চা করে এবং ভাষা ও সাহিত্যে অবদান রাখতে পারে তার জন্য বিশ্বমানের শিক্ষার সুযোগ প্রদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *