সোমবার, নভেম্বর ৩

৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||

২২-২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত তিনদিন ব্যাপী ‘৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। কমান্ড্যান্ট, ন্যাসাল পিফেন্স কলেজ ও কুর্মটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান আজ (২৪ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম অঅরকবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল ফ্যামিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মোঃ আরমান আলী ভ‚ইয়া (অবঃ), এবং উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত টুর্ণামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহীনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ–জামান এসবিপি, ওএসপি, পিএসসি সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপষ্থিত থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে উক্ত টুর্ণামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *