
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
আট দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বারবাড়িয়া এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, তাঁদের যৌক্তিক দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে দাবি আদায়ে বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
পরে খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। আলোচনার একপর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
