শুক্রবার, নভেম্বর ১৪

৫ তারিখের পর আওয়ামী লীগের আশঙ্কা ছিল পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে: আলীম

|| আল-আমিন হোসেন | (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় বেলকুচি পৌরসভার কামারপাড়া ঈদগাহ মাঠে ৯নং ওয়ার্ড ও দৌলতপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি, তবে বেলকুচিকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না; জনগণের মন জয় করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন “৫ তারিখের পর আওয়ামী লীগের আশঙ্কা ছিল বাংলাদেশে পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে। কিন্তু আমরা বেলকুচি–চৌহালীতে একজন নেতাকর্মীর গায়েও হাত দেইনি। আমাদের আঘাত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারপরও আমরা প্রতিশোধ নিইনি। আমার নেতা তারেক রহমানও প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু
প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম আইয়ুব এবং বেলকুচি পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন।

সভায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসীর উপস্থিতি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *