বুধবার, ডিসেম্বর ২৪

১৭ বছর পর আজ দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

​দীর্ঘ নির্বাসন শেষে আজ বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকায় পৌঁছাবেন। এ উপলক্ষে ঢাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজধানীর ৩০০ ফুট এলাকায় প্রিয় নেতাকে বরণ করে বিশাল সংবর্ধনা দেবে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

আগমনের তথ্যসমূহ:

  • ফ্লাইট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ (হিথ্রো বিমানবন্দর থেকে)।
  • আগমনের সময়: বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিট (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর)।
  • সফরসঙ্গী: স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

পরিকল্পিত কর্মসূচি:

  • গণসংবর্ধনা: বিমানবন্দর থেকে বের হয়ে খিলক্ষেত ৩০০ ফুট এলাকায় আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন।
  • খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ: সংবর্ধনা শেষে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন।

আয়োজনের হাইলাইটস:

  • ঐতিহাসিক জমায়েত: বিএনপি অন্তত ৫০ লাখ মানুষের উপস্থিতির মাধ্যমে নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছে।
  • সারাদেশে উৎসব: যাতায়াত নির্বিঘ্ন করতে ১০টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
  • নিরাপত্তা: সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *