বৃহস্পতিবার, জানুয়ারি ২৯

১৪ বছর পর আজ থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

দীর্ঘ ১৪ বছরের বিরতি কাটিয়ে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণে বন্ধ হওয়া এই রুটটি পুনরায় চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত সময় কমার পাশাপাশি বিমান ভাড়ায় বড় ধরনের সাশ্রয় হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে সপ্তাহে দুই দিন এই নন-স্টপ ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ফ্লাইটটি করাচি পৌঁছাবে রাত ১১টায়। ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের আগের তুলনায় অন্তত ৩০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ কমবে। বর্তমানে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করা সম্ভব হবে, যা আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হয়ে যাতায়াতে অনেক বেশি লাগত।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবং পরবর্তী ফ্লাইটেরও অধিকাংশ আসন বুকড।

এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, এই সরাসরি যোগাযোগ দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও কার্গো পরিবহনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। সরাসরি আকাশপথ চালু হওয়ায় মধ্যপ্রাচ্যের ট্রানজিট ঝামেলা ছাড়াই মাত্র তিন ঘণ্টায় ঢাকা থেকে করাচি পৌঁছানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *