বুধবার, ডিসেম্বর ৩

হৈমন্তী উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

|| ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য”-এর উদ্যোগে ‘হৈমন্তী উৎসব ১৪৩২’ আয়োজন করা হয়েছে। হেমন্তের মোলায়েম রোদ, পাতাঝরার সুর, খিচুড়ি-পিঠার মনভোলানো গন্ধ আর উচ্ছ্বাসভরা আড্ডাকে কেন্দ্র করে রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উৎসব আনুষ্ঠিত হয়।

হৈমন্তী উৎসবকে কেন্দ্র করে বাহারি পিঠার স্টল, খিচুড়ি স্টল, লাইব্রেরি, ফটোস্ট্যাট, দোলনা-সহ বিভিন্ন ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন উৎসব আবহ তৈরি হয়।

আয়োজকদের মতে, আয়োজনটি শুধু খাবার পরিবেশন নয়; বরং শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত মিলনমেলা। বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি-তামাশা, গল্পগুজব, খোলা আকাশের নিচে ঘোরা এবং একসাথে সময় কাটানোর মাধ্যমে সবার জন্য এক রঙিন, আনন্দঘন দিন উপহার দেয়াই মূল উদ্দেশ্য।

শিক্ষার্থীরা জানান, শীতের পূর্বে হেমন্তে তারুণ্য’র এমন আয়োজন খুবই ভালো লাগছে। ক্লাস শেষে বন্ধুদের সাথে এ উৎসবে এসে ভীষণ ভালো লাগছে। সচরাচর ক্যাম্পাস এ ধরনের আয়োজন আমরা দেখতে পাই না। ক্লাস-পরীক্ষার মাঝেমাঝে এমন উৎসব হলে আমাদের ক্যাম্পাস জীবনটা আরো মধুর হয়ে উঠবে।

সংগঠনের সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, ‘তারুণ্য ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে আসছে। প্রতিবারই আমরা নতুন কিছু করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারে আমরা হেমন্ত কে বরণ করতে হৈমন্তী উৎসব পালন করছি। এবারের আয়োজনে থাকছে খিচুড়ি ও পিঠা স্টল রয়েছে। আমাদের নতুন সদস্যের পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য আমাদের আয়োজন করেছি।’

প্রসঙ্গত, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনতামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *