
|| নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এই আসনে প্রার্থী হওয়ার পর থেকেই হিসাব-নিকাশ পাল্টাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদ।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে সাইফুল ইসলাম শহিদ তার এই সিদ্ধান্তের কথা জানান। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি এই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আল্লাহর দ্বীন কায়েমের পথে যেন তিনি আমৃত্যু টিকে থাকতে পারেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দেবিদ্বারের সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে বলে জানিয়েছেন জামায়াতের এই নেতা। তিনি স্পষ্ট করেন যে, ব্যক্তিগত কোনো কারণে নয় বরং সংগঠনের বৃহত্তর স্বার্থ ও কৌশলগত কারণেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি আশ্বস্ত করেন যে, আগামী দিনেও দেবিদ্বারের মানুষের কল্যাণে তার সকল প্রকার সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহর মতো হেভিওয়েট প্রার্থীর উপস্থিতিতে এই আসনে জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোকে নির্বাচনী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ সমীকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সিদ্ধান্তের ফলে দেবিদ্বার আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হতে পারে। বর্তমানে জামায়াতের এই নেতা তার সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক কাজে মনোনিবেশ করবেন বলে জানিয়েছেন।
