সোমবার, জুলাই ২৮

হার্ড লাইনে যুবদল : মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বহিস্কার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করেছে যুবদল। রবিবার (২৭জুলাই) মানিকগঞ্জ পৌরসভা যুবদলের আহবায়ক রাজিব হাসান খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ২৬ জুলাই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে রাশেদ মাদকসহ গ্রেফতার হন।

স্থানীয়রা জানান, রাশেদ দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত। সে রাজনৈতিক লোকদের নাম ভাঙিয়ে আধিপত্য বিস্তার করে বেড়ায়।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন জানিয়েছেন, কোনো ব্যক্তির অপরাধের দায় যুবদল নিবে না। যুবদল কখনো অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *